নিবন্ধন প্রদান সংক্রান্ত সেবা সহজীকরণ
মুজিববর্ষ উপলক্ষ্যে সমবায় প্রতিষ্ঠানের নিবন্ধন প্রদান সংক্রান্ত সেবাটি সহজীকরণ করা হয়েছে। এটি মূলত একটি রেপ্লিকেটিং কার্যক্রম। ইতোপূর্বে নিবন্ধন নিতে হলে সুবিধাভোগীদেরকে চার-পাঁচবার উপজেলা সমবায় কার্যালয়ে যেতে হতো। বর্তমানে মাত্র একবার উপজেলা সমবায় কার্যালয়ে গেলেই চলে; কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র টেলিফোনিক যোগাযোগ করলেই হয়, উপজেলা সমবায় কার্যালয়ে যেতেও হয় না। যে কোন ভাবে একবার উপজেলা সমবায় কার্যালয়ে যোগাযোগ করা হলে নিবন্ধনের আবেদন ফরম পূরণ, ট্রেজারি চালানের ফরম পূরণ, উপ-আইন/বাই লজ অনুমোদন, সাংগঠনিক সভা, নিবন্ধন পূর্ববর্তী প্রশিক্ষণ, বিভিন্ন ডকুমেন্টে স্বাক্ষর সংগ্রহ ইত্যাদি কাজগুলো উপজেলা সমবায় অফিসার ও তার প্রতিনিধিগণ সমিতিতে গিয়ে একদিনে করিয়ে আনেন এবং নিবন্ধনের পরে নিবন্ধন সনদ উপজেলা সমবায় অফিসার কর্তৃক সমিতির কার্যালয়ে গিয়ে প্রদান করে আসেন। ইতোপূর্বে যেখানে নিবন্ধনের জন্য বেশ কয়েকবার যাতায়াত ভাতা ও সময় ব্যয় করে নিবন্ধনপ্রত্যাশীগণ সমবায় কার্যালয়ে যেতেন এখন নিবন্ধন প্রদান সংক্রান্ত সেবাটি বেশ সহজেই পাচ্ছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস